যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
জো বাইডেন! ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস
তার উত্তরসূরী।যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জো বাইডেন! উল্লেখ্য যে, ২০২৫ সালের ২০ জুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে।৮১ বছর বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর তার নিজের দল ডেমোক্র্যাট থেকেই সরে দাঁড়ানোর চাপ বাড়ছিল। আর এর জন্যই রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। “দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম”, এমনটাই জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি লেখেন, ২০২৫ এর জানুয়ারি অবধি
প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তবে তিনি বলেন, আগামী.প্রেসিডেন্ট প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
এক্স হ্যান্ডেলে বাইডেন লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সম্মান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে
দায়িত্ব পালন। সামনেই পুনর্নির্বাচন, তখন আমার বিশ্বাস এই সময়ে সঠিক সিদ্ধান্ত হল দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নেওয়া। প্রেসিডেন্ট পদের বাকি সময়কাল দায়িত্বের সঙ্গে যাবতীয় কর্তব্য সঠিক সম্পাদন করা। আমি এই সপ্তাহের শেষে আমার এই সিদ্ধান্ত নিয়ে দেশের উদ্দেশে একটি বার্তা দেব।”
প্রসঙ্গত, ৮১ বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে জল্পনা বেড়েছিল ডেমোক্র্যাট শিবিরে। সূত্রের খবর ছিল, শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে
না ফের ভোটে লড়াই করুন তিনি। করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর ডেলাওয়্যারের বাসভবনে
বিশ্রামে আছেন এই অশীতিপর প্রেসিডেন্ট বাইডেন।
ওয়াকিবহাল মহল সূত্রে খবর, অনেকেই মনে করছিলেন নভেম্বরে তিনি না-ও জিততে পারেন। ডেমোক্র্যাট অন্দরে খবর, সেনেটররা অনেকেই চাইছে না তিনি ফের ভোটে লড়াই করুন। সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকেই ‘সঠিক’ বলে দাবি করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে বিরোধী পদপ্রার্থী ট্রাম্পের। এই সময় ট্রাম্পের প্রতি মার্কিনদের আস্থা, সমবেদনা, সমর্থন বাড়তে পারে এমনও জল্পনা উঠে আসছিল।
কে হবেন বাইডেনের উত্তরসূরী ? আনুষ্ঠানিকভাবে
ঘোষণা না আসলেও রাজনৈতিক বিশ্লেষকরা
মনে করছেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা
হারিস আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে
নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশী।
bdnewseu/22July/ZI/USA