• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার এটাই উপযুক্ত সময়:জো বাইডেন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার
এটাই উপযুক্ত সময় – জো বাইডেন।যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।বৃহস্পতিবার (২৫ জুলাই) বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এতথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাতে ওভাল অফিসে রেকর্ড করা ১১ মিনিটের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যটি বিভিন্ন সম্প্রচার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের পর ক্যামেরার সামনে এটিই তার প্রথম ভাষণ।প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেয়ার।তিনি বলেন, “নতুন কণ্ঠের জন্য একটা স্থান ও সময় আছে, হ্যাঁ তরুণ কণ্ঠের জন্য”।

উল্লেখ্য যে,ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ ধরে চাপে ছিলেন ৮১ বছর বয়স্ক জো বাইডেন। পরে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থিতা থেকে সরে আসেন তিনি এবং রবিবার তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সমর্থন করেন তিনি।

তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে আরও বলেন, কমালা হ্যারিস তার সমর্থক ডেমোক্রেট এবং দেশকে একত্রিত করবেন।

bdnewseu/25July/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ