প্রতি বছরের ন্যায় ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের বনাঞ্চল । এথেন্সের বসতি এলাকার নিকটবর্তী দাবানল ছড়িয়ে পড়ার কারণে গ্রিক প্রশাসন তথা জনগণ অত্যন্ত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। গ্রিসের স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার রাজধানী এথেন্সের উত্তর-পূর্বের দুটি বনাঞ্চলে শুরু হয় দাবানল। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত বেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে বলে সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন।
শুধুমাত্র বার্নভাসেই অঞ্চলে পুড়ে গেছে প্রায় ১০০ কিলোমিটার বণাঞ্চল। এদিকে গ্রিক পুলিশ প্রশাসন অসমর্থ্য এবং বৈবৃদ্ধ নাগরিকদেরকে বিভিন্ন কৌশলে মৃত্যুর ঝুঁকি এড়ানোর জন্য নিরাপদ স্থানে স্থানান্তরের যথেষ্ট ব্যগ পেতে পেয়েছে। সেখানকার বেশ কিছু জায়গায় আগুনের শিখা ২৫ মিটার উচ্চতায় পৌঁছেছে বলে জানায় স্থানীয় দমকল বাহিনী। আগুনের তীব্রতা বেড়ে যাওয়া ইতোমধ্যে এথেন্সেও ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। দাবানলে ক্ষতিগ্রস্ত দুটি বনাঞ্চল থেকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে শত শত বাসিন্দাকে। সাময়িকভাবে বন্ধ রাখা রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। কর্তৃপক্ষ জানায়, অঞ্চলগুলোতে আগামী দুইদিনের জন্য জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারশত কর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি বিমান এবং হেলিকপ্টার। এদিকে,
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরাগন অঞ্চল।
bdnewseu/13August/ZI/greekfire