• শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই এর নেতৃত্বে উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের দুর্নীতি ও অপকর্মের ফলে জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান, বড়খাতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবায়দুর সরকার মিঠু, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক দবিয়ার রহমান প্রমুখ।

হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলের যাবতীয় দুর্নীতির তথ্য উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মক তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান বলেন, হাতীবান্ধা-পাটগ্রামের এমপি মোতাহার হোসেনের সাথে হাত মিলিয়ে পরপর দুইবার নৌকা প্রতীক নিয়ে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে এই দুর্নীতিবাজ সোহেল। ২০১১ সালের পর থেকে এপর্যন্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ, হাট ইজারা, রাস্তার ধারের গাছ বিক্রি করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।

bdnewseu/21August/ZI/Lalmonirhat


আরো বিভন্ন ধরণের নিউজ