• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

অস্ট্রিয়ায় বছরের প্রথম তুষারপাত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অস্ট্রিয়ায় বছরের প্রথম তুষারপাত।অস্ট্রিয়ার পশ্চিমের Salzburg রাজ্যের আল্পস পর্বতমালার জেলা Obertauern জেলায় এবছরের প্রথম তুষারপাত শুরু হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার আবহাওয়া বিষয়ক সংস্থা জিওস্ফিয়ার অস্ট্রিয়া ও জাতীয় সংবাদ মাধ্যম দেশে এবছরের প্রথম তুষারপাতের কথা জানায়।অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম OE24 জানায়,সকাল থেকেই Salzburg রাজ্যের এই আল্পস পর্বতমালার জেলায় প্রায় ১৫ সেন্টিমিটার নতুনতুষারপাত রেকর্ড করা হয়েছে। এই তুষারপাত সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। তুষারপাতের সময় তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়,আকস্মিক তুষারপাতের
ফলে অনেক যানবাহন দুর্ঘটনায় পতিত হয়।এই সমস্ত যানবাহনে গ্রীষ্মকালীন টায়ার ছিল। অবশ্য অস্ট্রিয়ায় যানবাহনে এখনও শীতকালীন টায়ার লাগানোর সময় হয়নি।

আজ সকালে,জেলার Tamsweg প্রধান স্টেশন থেকে ভারী উদ্ধারকারী যানবাহন পুনরুদ্ধার সমর্থন করার জন্য Obertauern ফায়ার বিভাগ দ্বারা অনুরোধ করা হয়ে ছিল ।এফএফ মুখপাত্র টমাস কিডেল বলেছেন, “একটি মিনিবাস একটি অ্যাক্সেস রোডে রাস্তা ছেড়ে একটি খাদে আটকে গিয়েছিল।”

Obertauern ফায়ার ডিপার্টমেন্ট গাড়িটিকে উদ্ধারের
জন্য ক্রেন ব্যবহার করে মিনিবাসটি খাদ থেকে তুলে মালি কের কাছে হস্তান্তর করা হয়।এদিকে রাজধানী ভিয়েনায় সকাল থেকেই থেমে থেমে

বৃষ্টিপাত হচ্ছে। দিনের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি
সেলসিয়াস হলেও রাতে আরও হ্রাস পাবে বলে জিউ স্ফিয়ার অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়া পুনরায় বেড়ে ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

bdnewseu/14September/ZI/weather


আরো বিভন্ন ধরণের নিউজ