• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ করে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা করল পাকিস্তান বিএনপি নেতা পিন্টু ১৭ বছর পর জামিনে মুক্ত কাশিমপুর কারাগার থেকে গ্রিসের প্রাক্তন রাজ পরিবার তাদের গ্রিক নাগরিকত্ব ফিরে পেয়েছে গ্রিসের ট্যাক্স ত্রুটি এখন স্বয়ংক্রিয়ভাবে সংশোধনযোগ্য বলছেন গ্রিক সরকার পুলিশ উত্তর এথেন্সের ‘ঘেটো’-তে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে প্রাক্তন রাজপরিবারের নস্টালজিয়া কাজ যা গ্রিক জনগণ কে পুণরায় ভাবাচ্ছে গ্রিসের ভার্কিজায় ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত কক্সবাজার জেলা বিএনপির কার্যক্রমে গতিশীলতায় ফিরেছে :কুতুবদিয়া ও মহেশখালীর কমিটি স্থগিত সমন্বিত প্রচেষ্টায় ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব ইউএনও আবু সাঈদ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

মসজিদে নববী ও কাবা শরীফে নতুন ইমাম নিয়োগ

আমান উল্লাহ, সৌদি আরব
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মসজিদে নববী ও কাবা শরীফে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে জানিয়েছেন সৌদি আরবের সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে।ইসলামের পবিত্র দুই মসজিদ ‘মসজিদুল হারাম’ ও ‘মসজিদে নববী’র নতুন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ও মদিনার এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নিয়োগের ঘোষণা দেন।

মসজিদুল হারামের নতুন ইমাম হয়েছেন শায়খ ড. বদর আত-তুর্কী ও শায়খ ড. ওয়ালিদ আশ শামসান এই দুই আলেম গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদুল হারামে দায়িত্ব পালন করেছেন।

মসজিদে নববীর নতুন ইমাম হয়েছেন শায়খ ড. মুহাম্মদ আল-বুরহাজি ও শায়খ ড. আবদুল্লাহ আল-কারাফী।তারাও গত রমজানে স্বাগত ইমাম হিসেবে মসজিদে নববীতে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বিশেষ যোগ্যতার প্রতি খেয়াল রেখে কাবা শরিফ ও মসজিদে নববিতে ইমাম নিয়োগ দেওয়া হয়। পবিত্র এই দুই পবিত্র মসজিদের ইমাম ও খতিবদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়।

বেশ কয়েকজন ইমাম ও খতিব দিয়ে মসজিদুল হারাম ও মসজিদে নববীর নামাজ ও অন্যান্য ইবাদত কার্যক্রম পরিচালনা করা হয়। তারা হারামাইন শরিফাইনের পরিচা লনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন – শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন – শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

এসব খতিব ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।সূত্র: হারামাইন শরিফাইন

bdnewseu/3 October/ZI/Religion


আরো বিভন্ন ধরণের নিউজ