• শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

দীর্ঘ বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

দীর্ঘ বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী দেশে সরকারের পট পরিবর্তনের পর অবশেষে দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইস লামি স্কলার ও অত্যন্ত জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী।বুধবার (২ অক্টোবর) তিনি তার নিজের ভেরি ফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানি য়েছেন।তিনি মালয়েশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

বাংলাদেশে ছুটিতে এসে তৎকালীন আওয়ামী লীগ সরকা রের আমলে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবার দ্রুত মালয়েশিয়া চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান কর ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারে পতনের পর
৬ আগস্ট দেশে ফেরার আশা ব্যক্ত করেছিলেন মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো।

আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সাথে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শীঘ্রই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে
চাই।.দীর্ঘ ভিডিও বার্তায় তিনি আরও বলেছিলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।

দেশের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার
এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।

সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বিশেষ করে মাদরাসার ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যেন তাদের ওপর আক্রমণ করতে না পারে যে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।

bdnewseu/3October/ZI/Azhari


আরো বিভন্ন ধরণের নিউজ