• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

যুদ্ধের বিরোধিতা করায় ইসরায়েলের পুরোনো দৈনিককে নিষেধাজ্ঞা নেতানিয়াহুর

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

যুদ্ধের বিরোধিতা করায় ইসরায়েলের পুরোনো দৈনিককে নিষেধাজ্ঞা নেতানিয়াহুর।গাজায় যুদ্ধের বিরোধিতা এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অপরাধ ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিক পত্রিকা ডেইলি হারেৎজকে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (২৫ নভেম্বর) ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রি সভার বৈঠক ছিল। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বৈঠ কের শেষার্ধে হারেৎজকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, “আমরা এমন কোনো বাস্তবতাকে কখনও গ্রহণ করতে পারি না, যেটি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে, আমাদের মহান প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালবে এবং শত্রুদের কাছ থেকে পাওয়া অর্থের বিনিময়ে তাদেরকে সমর্থন করবে।”

“আমরা সবসময়ই সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। সেই সঙ্গে আমি মনে করি, যে সংবাদ মাধ্যম ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে উসকানি দেয়, সেটির ব্যাপারে সরকারের সতর্ক হওয়া প্রয়োজন।”শ্লোমো কারহি এ প্রস্তাবটি উত্থাপনের পরপরই নেতানিয়াহু তাতে সায় দিয়েছেন বলে জানা গেছে বৈঠকসূত্রে।

হারেৎজ ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিক পত্রিকা। ১৯১৮ সাল থেকে নিয়মিত এটি প্রকাশিত হয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর এই পত্রিকাটি যুদ্ধবিরতের পক্ষে অবস্থান নেয়। এছাড়া সম্প্রতি আইডিএফের কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অপরাধের তথ্য দিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে হারেৎজ।

তবে ইসরায়েলের রাজনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আদেশের ক্ষেত্রে মূল প্রভাবক হিসবে হারারে ৎজের প্রকাশক আমোস শোকেনের সাম্প্রতিক একটি বক্তব্য। গত মাসে লন্ডনে এক কনফারেন্সে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর নিষ্ঠুর বর্ণবাদী হামলা বলে’ নিন্দা জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ কারী গোষ্ঠী হামাসকে ‘মুক্তিযোদ্ধা’ বলেও উল্লেখ করেছিলেন।

পরে অবশ্য এক বিবৃতিতে তিনি বলেছিলেন যে,হামাস যোদ্ধাদের তিনি মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করেননি, কিন্তু ততক্ষণে বিপর্যয় যা ঘটার, ঘটে গেছে।
bdnewseu/26November/ZI/Israel


আরো বিভন্ন ধরণের নিউজ