• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে বহাল তবিয়তে রয়েছেন দূর্নীতিবাজ খোরশেদ আলম

মুহাম্মদ আরিফুজ্জামান , মালয়েশিয়া
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এখনও বহাল তবিয়তে আছেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর।মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের দাবীর প্রেক্ষিতে দুর্নীতিগ্রস্থ ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে বদলির অর্ডার হলেও সমালোচনার মুখে সেই নিয়োগ বাতিল ও তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু বদলির আদেশের ২ মাস পেরিয়ে গেলেও তার স্থলভিসিক্ত হতে পারেননি সদ্য নিয়োগ পাওয়া মোসাম্মত শাহানারা মনিকা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর এখনও বহাল তবিয়তেই আছেন হাইকমিশনে। তার ভয়ে তটস্থ থাকেন খোদ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি মতের বিরুদ্ধে গেলেই ভরা মিটিংয়ে করেন অপমান, দেন টার্মিনেট করার হুমকি।

গত ৬ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের বদিলর এই তথ্য নিশ্চিত করেন।

শত অভিযোগের পরেও মালয়েশিয়াতে এখনও বহাল তবিয়তে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন দুর্নীতিতে অভিযুক্ত এই আমলা। সাবেক ফ্যাসিস্ট সরকারের কাছের লোক হলেও বর্তমান সময়ে তার খুঁটির জোড় কোথায়? কেনই বা তাকে দেশে ফেরত নিয়ে আইনের আওতায় নেওয়া হচ্ছে না? এমন মন্তব্য মালয়েশিয়া জুড়ে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও রাজনীতিবিদদের সুরে ছাত্র জনতার আন্দোলনকে কটাক্ষ করেন। যার প্রমান পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের WhatsApp গ্রুপ ‘BFSA’ তে।

বিএফএসএ গ্রুপে মালেয়শিয়ার ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে অত্যন্ত নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় ছাত্র-জনতার আন্দোলনের বিষয়ে। যা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপেই ফুটে উঠে।

খাস্তগীর মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। যা দৈনিক নয়াদিগন্ত পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়।

তিনি ওই গ্রুপে ‘BFSA’ অন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলাও করা হয়।

এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, ফ্যাসিস্ট সরকারকে খুশি করতে খোরশেদ আলম খাস্তগীর প্রবাসে যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন।

এদিকে, খাস্তগীরের বিরুদ্ধে সত্য নিউজ প্রকাশ করায় তৎকালিন ডিবিসি নিউজ এর মালয়েশিয়া প্রতিনিধি মো: মনিরুজ্জামানকেও দেখে নেওয়ার হুমকি দেন এবং হলুদ সাংবাদিক হিসেবে মন্তব্য করেন।

Economist/12December/ZI/probash


আরো বিভন্ন ধরণের নিউজ