প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর সিরিয়ার সঙ্গে লেবাননের সীমান্ত নানা কর্মকাণ্ডে সরগরম কেননা সিরীয় ও সিরিয়ায় বসবাসকারী অন্যান্যরা আসছে-যাচ্ছে; অনেকে তাদের বাড়িতে ফিরছে। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর।
সিরিয়ার গৃহযুদ্ধ শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, গ্রামা ঞ্চলকে জনশূন্য করে দিয়েছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের বক্তব্য অনুযায়ী, এই অঞ্চলে সরকারিভাবে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ৪০ লক্ষের বেশি; আধুনিক কালের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুতির পর এদের অধিকাংশই এখনও শিবিরে বসবাস করে। (রয়টার্স)
Economist/14December/ZI/Politics