• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

বিমানে ওঠার আগেই মালয়েশিয়া প্রবাসী হাকমত আলীর মৃত্যু

শেখ মুহাম্মাদ আরিফুজ্জামান , মালয়েশিয়া
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিমানে ওঠার আগেই মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যু। দেশে ফেরার পথে কুয়ালালামপুর বিমানবন্দরে বিমানে উঠার আগ মুহূর্তে মো. হাকমত আলি খান (৪৪) নামে এক প্রবাসী বাংলা দেশির মৃত্যু হয়েছে ।শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়া থেকে দেশে ফেরার উদ্দেশে কুয়ালালামপুর বিমানবন্দরে আসেন তিনি। ইউএস বাংলার-৩১৬ ফ্লাইটের সব প্রক্রিয়া শেষে বিমানে ওঠার আগ মুহূর্তে চেকিংয়ের সময় তার মৃত্যু হয়।

নিহত হাকমত আলি খানের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার সদর রসুলপুর গ্রামে। তার বাবার নাম মো. ফজলুল হক খান ও মা ফিরোজা খাতুন।মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইউএস বাংলার-৩১৬ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল ওই প্রবাসীর।

ইউএস বাংলা বিমানের স্টেশন ম্যানেজার মো. আমানুল হক মৃধা পলাশ জানান, অন্যান্য যাত্রীর মতো হাকমত আলি খান বোর্ডিং সম্পন্ন করে ইমিগ্রেশন পার হন। এসময় সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। বিমানে ওঠার আগমুহূর্তে সবশেষ চেকিংয়ের গেটে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৪টা ৩৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সেরডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ইউএসবাংলার এ কর্মকর্তা।

এদিকে, ট্রাভেল এজেন্সি এনজেডট্রিপ কর্তৃপক্ষ বলছে, ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর অফিসে গিয়ে হাকমত আলি খান নামে ওই প্রবাসীর কুয়ালালামপুর থেকে ঢাকা আসার একটি বিমান টিকিট ক্রয় করেন। তার মৃত্যুর খবর দুঃখজনক উল্লেখ করে মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন এজেন্সি কর্তৃপক্ষ।

নিহত হাকমত আলি খানের মরদেহ দেশে পাঠাতে তার ভিসা প্রদানকারী এজেন্সি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী বৈধ ভিসাধারীর মরদেহ দেশে পাঠানোর দায়দায়িত্ব তার নির্ধারিত এজেন্সির ওপর বর্তায়।

Economist/15December/ZI/life


আরো বিভন্ন ধরণের নিউজ