• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

টেকনাফ বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করা বন্ধ করতে হবে:অধ্যক্ষ আনোয়ারী

Sayed Amin, Cox's Bazar
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

টেকনাফ বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করা বন্ধ করতে হবে-অধ্যক্ষ আনোয়ারী।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিট রিয়ামে সফলভাবে সম্পন্ন হয়। উপজেলা সভাপতি জায়নত উল্লাহর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপ দেষ্টা  হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনো য়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের রচিত মানব গড়া মতবাদ দিয়ে শ্রমিকের অধিকার বাস্ত বায়ন করা সম্ভব না। তাই বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিমসংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ এই বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ও ইসলামী শ্রমনীতি বাস্ত বায়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। গণবি প্লবে পলাতক আওয়ামী স্বৈরশাসক আবার যাতে আসতে না পারে এবং তাদের যে কোন ষড়যন্ত্র মোকা বেলায় শ্রমি কদের ঐক্যবদ্ধ থাকতে হবে।টেকনাফ স্থল বন্দরে রোহি ঙ্গা শ্রমিক দিয়ে কাজ বন্ধ করা, জেলেদের মাছ ধরার অনু মতি ও বাহারছড়ায় বনকর্মীদের করা নিরীহ জনতাকে মামলা থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, আর যাতে উখিয়া-টেকনাফের মানুষ হয়রানি না হয়। কোনভাবেই সহ্য করা হবে এসব বিষয়।

প্রধান মেহমান ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্স বাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর, তিনি বলেন, ইহকালে কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে। যুগে যুগে শ্রমিক জনতা অবহেলার শিকার। এবার ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের উচিত শ্রমিকদের মূল্যায়ন করা।

বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসিন, টেকনাফ উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ, উপদেষ্টা মাওলানা ফোরকান আহমদ, সরওয়ার কামাল সিকদার, মাওলানা আব্দুস সুবহান, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা মুহাম্মদ তারেকুর রহমান, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও মাওলানা জহির আহমদ। দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন-সভাপতি জায়নত উল্লাহ, সহ সভাপতি -মুহাম্মদ কাশেম, ছালামত উল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ ইসলাম, সহ-সেক্রেটারি হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক -আলী আকবর, কোষাধ্যক্ষ-আবছার উদ্দিন, দপ্তর সম্পাদক -মুহাম্মদ আয়ুব, ট্রেড ইউনিয়ন সম্পাদক-সরওয়ার কামাল মিস্ত্রি, প্রচার ও প্রযুক্তি সম্পাদক-সিফাত ইসমাঈল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-বুলবুল সরওয়ার, আইন আদালত সম্পাদক-সায়েম উদ্দিন, পূণর্বাসন সম্পাদক-ছৈয়দুল আমিন, কর্মসংস্থান সম্পাদক-জসিম উদ্দিন, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য-মুহাম্মদ ইয়াসিন।

নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান-জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহসিন ও নবনির্বাচিত সভাপতি জায়নত উল্লাহ।

Economist/17December/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ