ময়মনসিংহে কিশোরী ধর্ষণ ও গণঅভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে- টাঙ্গাইলে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ।টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিকাল ৪ ঘটিকার সময় ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহনকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন অদ্য ১৯ (ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা।
উক্ত সমাবেশ জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি বলেন- ২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ৪ মাস অতিবাহিত হয়েছে কিন্তু অভ্যুত্থানে গণহত্যার অন্যতম নির্দেশদাতা ওবায়দুল কাদের দেশে অবস্থান করার পরেও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গ্রেফতার করতে পারে নাই।
ময়মনসিংহে ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের এখনো কেউ গ্রেফতার হয় নি।গত কয়েকদিনে শিক্ষার্থী হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত হচ্ছে না। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে অন্তর্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি তাদের প্রধান তিনটি কাজ হওয়ার কথা ছিলো অভ্যুত্থানে আহত-নিহতদের পুনর্বাসন করা, গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার করা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা অর্থাৎ শিক্ষার্থীসহ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।এই ৩কাজেই সরকারের কার্যকর ভূমিকা আমরা দেখছিনা। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক না হওয়ায় পতিত ফ্যাসিস্টরা গুপ্তহত্যায় নেতৃত্ব দিচ্ছে।
আমরা এই সমাবেশ থেকে অন্তর্বতীকালীন সরকারকে আহবান জানাই অবিলম্বে ছাত্র হত্যাকারীদের গ্রেফতার এবং ময়মনসিংহে ধর্ষণের শিকার কিশোরীর হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসুন।
গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ বলেন- যারা অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের গ্রেফতার করতে পারছে না। কাঠামোগত সংস্কারের দিকেও তারা আগাচ্ছে না।এই মুহুর্তে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার আর তার জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
আরো বক্তব্য রাখেন জেলা কমিটির দপ্তর সম্পাদক প্রেমা সরকার, নব গঠিত পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা ও সম্পাদক আব্দুল্লাহ আল মুনিম।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি টাঙ্গাইল জেলার সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল।
Economist/19December/ZI/politics