• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী কোস্টাস সিমাইটিস ৮৮ বছর বয়সে মারা গেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট দ্য ইকোনোমিস্ট
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী কোস্টাস সিমাইটিস ৮৮ বছর বয়সে মারা গেছেন।প্রধানমন্ত্রী হিসেবে গ্রিসের ১৯৯৬ থেকে ২০০৪ সালের সমাজতান্ত্রিক সরকারের নেতৃত্বে থাকা কস্তাস সিমাইটিস ৮৮ বছর বয়সে মারা গেছেন।সিমাইটিস ১৯৯৬ সালে PASOK নেতৃত্ব গ্রহণ করেন, আন্দ্রেয়াস পাপানড্রেউর স্থলাভিষিক্ত হন পার্টির নেতা হিসেবে এবং একই সাথে পাসক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাতেই তিনি প্রধানমন্ত্রী নির্বা চিত হয়েছিলেন। উনার আমলে গ্রিসে বিভিন্ন গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল । অর্থনৈতিক সংস্কার এবং ইউরোপীয় ইউনি য়নের সঙ্গে যুক্ত হতে হয়েছি লেন। তিনি গ্রিসের ইউরো গ্রহণ এবং ইউরোপীয় ইউনিয়নের নীতির সাথে সারিবদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

১৯৭৪ সালে সামরিক জান্তার পতনের পর PASOK-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য, সিমাইটিস প্রধানমন্ত্রী হওয়ার আগে বেশ কয়েকটি মন্ত্রী পদে ছিলেন। গ্রিসের অর্থনীতি ও সমাজের আধুনিকীকরণের লক্ষ্যে তার কার্যকাল বেসরকারীকরণ, আর্থিক স্থিতিশীলতা এবং মধ্যপন্থী বৈদেশিক নীতি দ্বারা চিহ্নিত করা হয়েছিল।

সিমাইটিস ২০০০ সালের সাধারণ নির্বাচনে পুনঃনির্বাচন নিশ্চিত করে, আধুনিকীকরণের উত্তরাধিকার এবং ইউরো পের সাথে গভীর সম্পৃক্ততা রেখে যায়। উনার মৃত্যু তে গ্রিসের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং উনার অবদানের স্বীকৃতি হিসেবে স্মৃতি চারণ করে বিবৃতি দিয়েছেন।
Economist/5December/ZI/grnews


আরো বিভন্ন ধরণের নিউজ