• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ছে হলিউডের তারকাদের বাড়িঘরও

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ছে হলিউডের তারকাদের বাড়িঘরও।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জে লসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলা কার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতি গ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারা।বুধবার (৮ জানু য়ারি) সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েক শ’ মিটা র দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটা র, ওয়াক অব ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে। পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেয়া হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।

আগুনে যে সমস্ত তারকাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের
এক প্রতিবেদনে বলা হয়েছে দাবানলের আগুনে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েক জনের নিহতের খবরও জানা গেছে।

দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন এপিকে বলেন, আমাদের কর্মীরা বিপর্যয় মোকা বিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই।

অস্কার বিজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে তাদের বাড়িটা নিরাপদ আছে। কিন্তু অন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। অন্যদিকে, ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তার স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল।

এলএএফডির মার্গারেট স্টুয়ার্ট বলেন, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক। অন্যদিকে, আকস্মিক দাবানলের কারণে হলিউডের রাস্তায় যানজট সৃষ্টি হয়। মানুষের এলাকা ছাড়তে কিছুটা সমস্যা হচ্ছে।

Economist/9January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ