ধনবাড়ী পরিদর্শনে জেলা প্রশাসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহতদের আর্থিক সহায়তা প্রদান।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পরিদর্শন করেন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনি ময় করেন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বৃহস্পতি বার (৯ জানুয়ারি ) জেলা প্রশাসক উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপ জেলা ভূমি অফিস পরিদর্শন করেন।এর আগে তিনি উপজেলা কনফারেন্স রুমে ধনবাড়ী উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শরীফা হক এর সাথে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা লস্কর, ধনবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান, সহ ধনবাড়ী উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রধান করেন জেলা প্রশাসক শরীফা হক, পরে ধনবাড়ী উপজেলা চত্বরে বৃক্ষ রোপন করেন।
Economist/9January/ZI/donbari