• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত ভোলায় ইসলামী আন্দোলনের আয়োজনে বিশিষ্টজনের শীর্ষক গোল টেবিল বৈঠক রাজশাহীর রাবির আবাসিক হলে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা- ছাত্র ফেডারেশনের ভোলার চরফ্যাশনে শিশুকে ঘুমে রেখে আত্মাহত্যা করলো- নুসরাত ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কর্মকতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সম্পদের তদন্ত করবে স্কটল্যান্ড ইয়ার্ড কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের নামাজের জানাজা শনিবার

গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত

জহিরুল ইসলাম ( গ্রিস) এথেন্স
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত।গত ২০২৪ সালের ক্রিসমাসের আগে গ্রিক সরকা রের আন্তঃমন্ত্রণালয়ের যৌথ সভায় শ্রমিক সংকট নিরসনে খুব সহজে শ্রমিক নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে ছে।এ লক্ষ্যে ৮৯,২৯০ জন শ্রমিক গ্রিসে আসার সুযোগ পাবেন। বিগত বছরের তুলনায় এ বছর খুব কম সময়ের মধ্যে আগামী গ্রীষ্মের পূর্বেই শ্রমিক সংকট সমাধানে নীতি মালা প্রণ য়ন করে গেজেট প্রকাশ করেছেন।প্রকাশিতগেজে টে উল্লেখ করেছেন কৃষি, পর্যটন এবং নির্মাণ খাতে শ্রমিক নেওয়া হবে।

এ ক্ষেত্রে মালিক পক্ষের চাহিদা মেটাতে সরকার দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।এই শ্রমিক নেওয়ার জন্য তৃতীয় দেশের নাগরিকদের গ্রিসে আহ্বান জানি য়েছেন। তবে তৃতীয় দেশের মধ্যে বাংলাদেশ ও মিশরের নাম উল্লেখ করা হয়েছে।সরকারের চাহিদা পত্রের মধ্যে রয়েছে অদক্ষ ভূমি শ্রমিক,নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার কর্মী, সেই সাথে অফিস কর্মচারী সহ বিভিন্ন পদে লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান চাহিদা পত্রের ২০০০ টি পদ পূরণে খুবই দক্ষ জনশক্তির জন্য বরাদ্দ রেখেছে সরকার। মৌসুমী কর্মসং স্থান পূরণের জন্য ৪৫৬৭০ টি পদ বরাদ্দ রেখেছে। এছা ড়াও ৪১৬৭০ টি পদের মধ্যে ১৬০০ হাজার শ্রমিক নেবে অদক্ষ শ্রমিক যেমন কৃষি, পশু সম্পদ, বনায়ন এবং মাছ ধরার কর্মী নেওয়া হবে।

“প্রায় ৯০০০ হাজার শ্রমিকের সংখ্যা পূরণে বাংলাদেশ ও মিশরের সাথে সম্পাদিত চুক্তির আওতায় আনা হবে। কৃষি, বনায়ন, মৎস্য ও পর্যটনের ৪০০০ টি শূন্য পদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কার্যকরী বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আগত কর্মীদের দ্বারা পূরণ করার পরিকল্পনা করা হয়েছে। অবশিষ্ট ৫০০০ শূন্য পদ, কৃষি,খাত , মৌসুমী কর্মসংস্থান সংক্রান্ত মিশরের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পূরণ করা হবে।যা ২০২৩ সালের জানুয়ারি থেকে বলবৎ রয়েছে”।

Economist/13January/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ