• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত ভোলায় ইসলামী আন্দোলনের আয়োজনে বিশিষ্টজনের শীর্ষক গোল টেবিল বৈঠক রাজশাহীর রাবির আবাসিক হলে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা- ছাত্র ফেডারেশনের ভোলার চরফ্যাশনে শিশুকে ঘুমে রেখে আত্মাহত্যা করলো- নুসরাত ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কর্মকতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ গ্রিসের শ্রমিক সংকট নিরসনে ৯০ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সম্পদের তদন্ত করবে স্কটল্যান্ড ইয়ার্ড কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের নামাজের জানাজা শনিবার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬

Kabir Ahmed Diplomatic Correspondents at Economist
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যু বেড়ে ১৬।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে চল মান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর।শনিবার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ইটন দাবানলে ১১ জন এবং প্যালিসেডস দাবানলে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়,লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তা রিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বাতাস আবারও তীব্র হওয়ার সম্ভাবনা থাকায় শঙ্কিত উপদ্রুত ও সংলগ্ন এলা কার বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে যেসব অধিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন, তাদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডনেল।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাসলাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ও তদন্তকারীরা।
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ এই দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়েও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর চেষ্টার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে।

পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হয়। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভা নোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্যালি সেইড সের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। উপদ্রুত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদআশ্রয়ে আছেন।

Economist/13January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ