• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কর্মকতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কর্মকতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন।টাঙ্গাই লের ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক ল্পনা কর্ম কর্তা ডাঃ ফাহমিদা লস্কর সহ চিকিৎ সকদের বিরুদ্ধে সাম্প্রতি মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বি ক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় জন গন। ১৩( জানুয়ারি) সোমবার ধনবাড়ী উপজেলা স্বা স্থ্য কমপ্লেক্সে চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ধনবাড়ী সচে তন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে স্বাস্থ্য সেবায় ও বর্তমান উপ জেলা হাসপাতাল প্রশা সনের প্রশংসা করা হয়।

সেখানে বলা হয় স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ থাকার কারণে এক ধরনের চিকিৎসা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে তাদের ব্যবসায় মন্দা। তাই সংশ্লিষ্টরা উপ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এখান থেকে সরাতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে । তারা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য বিভাগকে সচেতন থাকার আহবান জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক হাফেজ খায়রুল ইসলাম( মুন্সি) সমাজ সেবক কামরুল হাসান মাসুদ,ওয়ার্ড স্থানিয় আবু ইউসুফ, সাইফুল ইসলাম সজিব,হারুন প্রমুখ।

ধনবাড়ী সচেতন নাগরিক সমাজ এর প্রতিনিধি হিসেবে, হাফেজ খায়রুল ইসলাম(মুন্সি) বলেন,ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে উপজেলার স্বাস্থ্য কার্যক্রম উন্নতি সাধন এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান গঠন করার উদ্দেশ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সরকারি ওষুধপত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইতিমধ্যে দুর্নীতি পরায়ন কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ থাকার কারণে এক ধরনের চিকিৎসা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণে এই মিথ্যা, বানোয়াট, বিতিহীন গল্প ছড়াচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর এর নেতৃত্বে আমরা যখন জীবনের চরম ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্যসেবাকে বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্যে একটি মহলের প্ররোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মানহানি ও সর্বোপরি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম বিনষ্ট করবার অসৎ উদ্দেশ্যে অনলাইন ও কয়েকটি প্রিন্ট পত্রিকায় যাচাই-বাছাই না করেই বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের সব ধরণের সেবা চলমান। দালল মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত।

এরমধ্যে অন্যায্য ও অযৌক্তিক সুবিধা না পাওয়া কোন গ্রæপ ষড়যন্ত্রের অংশ হিসেবে রোববার আমার বিরুদ্ধে এমন কর্মসূচি করতে পারে। যারা আগের চেয়ে হাসপা তাল থেকে সেবা প্রাপ্তিতে গুণগত ইতিবাচক পার্থক্য পেয়েছে তারা সোমবার আগের দিনের কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ করেছে হয়তো।

Economist/13January/ZI//donbari


আরো বিভন্ন ধরণের নিউজ