রাজশাহীর রাবির আবাসিক হলে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা- ছাত্র ফেডারেশনের।রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির আবাসিক হলে কুরআন পোড়া নোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলা দেশ ছাত্র ফেডারেশন রাবি বিশ্ববিদ্যালয় শাখা। গত কাল (১১ জানুয়ারী) রাতে রাজশাহী বিশ্ববি দ্যা ল য়ের কয়েকটি আবাসিক হলে কুরআন পুড়িয়েছে কিছু দুষ্কৃতি কারী গোষ্ঠী। বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজ শাহী বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতি বাদ জানিয়েছে।
একই সাথে অতিদ্রুত এসব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠ নটি। রাবি শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক রোহান জামান ও সদস্য সচিব ওয়াজেদ শিশির অভি এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ও দেশের অভ্যন্তরীণ সম্পৃতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য একদল চক্রান্তকারী গোষ্ঠী এই ন্যাক্কারজনক কাজটি করেছে।
আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে অস্থি তিশীল করার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন পুড়িয়ে হিন্দু, মুসলিম সম্প্রতি বিনষ্ট করে বিশ্ববিদ্যালয় এবং দেশকে একটি দাঙ্গা ও সহিংসতার দিকে নিয়ে যাওয়ার পায়তারা চালাছে। আমরা বিশ্ববিদ্যা লয় প্রশাসনকে দ্রুত এবিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানাই। তারা আরও বলেন, এই ঘটনা বিশ্ববিদ্যাল য়ের আভ্যন্তরীণ সম্পৃতি বিনষ্ট করার সাজানো গুছানো ফাঁদ। শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানাই আপনারা এই ফাঁদে পা না দিয়ে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে সচেষ্ট থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্তকে রুখে দিবেন।
Economist/13January/ZI/politics