যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।ইতিহাস রচনা করে দ্বিতীয় বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২০ জানুয়ারি) যুক্ত রাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডে ন্টের শপথ নিয়েছেন তিনি। যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। তার আগে ভাইস প্রেসি ডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ নিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের সূচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে:
যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ নেওয়ার পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানে ট্রান্সজেন্ডারদের বিষয়টি তোলেন ট্রাম্প। তবে এখন থেকে ট্রান্সজেন্ডারদের আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, “আজকে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ।”
শান্তি স্থাপন ও সব যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের:
বিশ্বব্যাপী শান্তিস্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ গ্রহণের পর দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে জানান, তার শাসনামল হবে শান্তিস্থাপন ও এককীকরণকারী হিসেবে। এছাড়া বিশ্বের যত যুদ্ধ আছে নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি।
পানামা খাল দখলসহ আরও যা করার ঘোষণা দিলেন ট্রাম্প:
আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ শেষে দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে আবারও পানামা খাল দখলসহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
এদিকে শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের অগ্রিম ক্ষমা করলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেন নিজের শাসনামলের শেষ সময়ে তার ভাই-বোন এবং তাদের স্বামী-স্ত্রীদের জন্য অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতাবলে তিনি পরিবারের সদস্যদের ক্ষমা করেন, যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো অপরাধে তদন্ত বা বিচার না হয়।
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ট মিত্র ইলন মাস্কও।
প্রসঙ্গত গত বছরের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট পদেরনির্বাচনেণবিজয়ী হিসাবে আবির্ভূত হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটেরও নিয়ন্ত্রণ পেয়েছে। ফ্লোরিডায় বিজয় উল্লাসে মেতে ওঠা সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে আমেরিকা।’’
শপথগ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল হলের ভিতর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নতুনপ্রেসিডেন্টকে গার্ড অফ অনার প্রদান করেন। তিনিসালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন।
Economist/21January/ZI/USA