• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে আদালত

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকনিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে আদালত।যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয়সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক। দেশটিতেটিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭০ মিলিয়ন।শুক্রবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর আগে নিষিদ্ধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিয়েছে।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।

মার্কিন আদালতের রায়ে বলা হয়েছে, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি,তাই এটি নিষিদ্ধ করায় বাক স্বাধীনতা ক্ষুন্ন হবে না। দেশটিতে মোট ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করা আছে, তারা এটি আপাতত ব্যবহার করতে পারবেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন করে কেউ আর অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন না। এতে ধীরে ধীরে এটি অকার্যকর হয়ে পড়বে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধা জ্ঞাটি কার্যকর করবে না। এর বদলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হবে।
Economist/21January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ