এথেন্সের ট্যাক্সি চালকরা আজ বৃহস্পতিবার 23 January 2025 ইং ধর্মঘট ডেকেছে।এথেন্সের ট্যাক্সি ড্রাইভাররা বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত ট্যাক্সি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।তারা শহ রের কেন্দ্রের উত্তরে মেসো জিয়ন অ্যাভিনিউতে পরি বহন মন্ত্রণালয়ের বাইরে একটি প্রতিবাদ সমা বেশ ও করবে বলে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে।
তাদের ইউনিয়ন, SATA অনুসারে জানিয়েছেন, সরকা রের সাথে বিরোধের মূল কারণ টি নতুন ট্র্যাফিক কোডের একটি নিয়ম সরকার ঘোষণা করেন যা বাসের লেন বা বাস চলাচল লাইনে টাক্সি দাঁড়ানো বা পার্কিং অথবা থামিয়ে যাত্রী উঠানো নামানো নিষিদ্ধ করেছে।
এদিকে টেক্সি সমিতির নেতৃবৃন্দ গ্রিক সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন।
Economist/23January/ZI/Athens