অস্ট্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল A-1 ট্রাভেল এজেন্সি।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় উদ্বো ধন হয়েছে বাংলাদেশী মালিকা ধীন যুক্তরাষ্ট্রের ডালাস ভিত্তিক ট্রাভে লস (Reisebüro) A-1 TRA VEL AND TOURS অস্ট্রি য়া ব্রাঞ্চ।রবিবার (২৬ জানু য়ারি) সন্ধ্যায় রাজধানী ভিয়ে নার ১৪ নাম্বার ডিস্ট্রি ক্টের চার তারকা হোটেল Doub leTree by Hil ton Vienna Schonbrunn এ এক অনাড়া ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অস্ট্রিয়ায় A-1 ট্রাভেল এন্ড ট্যুরস অস্ট্রিয়া ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুক্তরা ষ্ট্রের টেক্সাসরাজ্যের ডালাস থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহীন হাসান। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন A-1 ট্রাভেল এন্ড ট্যুরিস এর অন্যতম শুভাকান্খী তার্কিশএয়ারলা ইন্সের (Turkish Airlines) এর ডালাস এয়ারপোর্ট ম্যানেজার মোহাম্মদ হাবিব এবং টেক্সাস আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার তার্কিশ এয়ারলাইন্সের একাধিক শীর্ষ কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, A-1 ট্রাভেল এন্ড ট্যুরিস ২৭ বছর পূর্বঅর্থাৎ ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরে প্রতিষ্ঠা করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ভ্রমণ সুবিধা সহজ করার জন্য। বর্তমানে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে বাংলাদেশ ও ভারতে। বর্তমানে অস্ট্রিয়ায় তাদের নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আর আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হলো।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ এপেলো চিশতীর সহধর্মিনী লোপা রহমান অস্ট্রিয়া ব্রাঞ্চের প্রধান নির্বাহী (সিইও) হিসাবে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর লোপা রহমান ভিডিও প্রজেক্টের মাধ্যমে A-1 ট্রাভেল এন্ড ট্যুরস এর ব্যাপক কার্যক্রম উপস্থাপন করেন।
এসময় আলোচনার ফাঁকে বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তার্কিশ এয়ারলাইন্সের বিভিন্ন সুযোগ সুবিধাও ভিডিও এর মাধ্যমে দর্শকের দেখানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তার্কিশ এয়ারলাইন্সের ডালাস ও অস্ট্রিয়ার শীর্ষ কর্মকর্তাগণও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে A-1 ট্রাভেল এন্ড ট্যুরসঅস্ট্রিয়ার পক্ষ থেকে প্রবেশের নাম নিবন্ধনের (ফ্রি)ওপর রাফেল ড্র এর মাধ্যমে প্রতিষ্ঠানটির লোগো সম্বলিত আকর্ষণীয় টি শার্ট উপহার দেয়া হয়। এছাড়াও উদ্বোধন উপলক্ষ্যে তার্কিশ এয়ারলাইন্স থেকে ভিয়েনা-ঢাকা-ভিয়েনা এর একটি টিকেট উপহার হিসাবে দেওয়া হয়। রাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার জিতে নেন হুযায়ফা আব্দুল্লাহ আল আজাদ।
আমাদের প্রতিনিধি কবির আহমেদ এর সাথে একসাক্ষাত কারে সিইও লোপা রহমান জানান, নতুন উদ্বোধন উপ লক্ষ্যে আমাদের একাধিক আকর্ষ ণীয়অফার থাকছে। তারমধ্যে অন্যতম বাংলাদেশের জন্য প্রতি টিকেটে ৪০ (চল্লিশ) কেজি মালামাল বুকিং এ এবং হাতে ৭ (সাত) কেজি নেয়া যাবে।
তাছাড়াও একাধিক ফ্যামিলির সদস্য যদি একসাথে কমপক্ষে ১০ (দশ) জন একসাথে প্যাকেজ বুকিং দেন আগামী গ্রীষ্মকালীন ছুটির জন্য, তাহলে থাকছে আকর্ষণীয় মূল্যহ্রাস। A-1 ট্রাভেল এন্ড ট্যুরস তার্কিশ এয়ারলাইন্সের সহযোগি পার্টনার হলেও বিশ্বের সকল এয়ারলাইন্স ও গন্তব্যস্থলেরও টিকেটের ব্যবস্থা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ এপেলো চিশতী এবং আহমেদ ফিরোজ। অনু ষ্ঠানে আগত অতিথিদের জন্য A-1 ট্রাভেল এন্ড ট্যুরস অস্ট্রিয়ার পক্ষ থেকে হালকা সন্ধ্যার নাস্তায় আপ্যায়ন করা হয়।
Economist/30January/ZI/Vienna