• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট‌‌ সেবা অফিস চান‌ প্রবাসীরা, ২’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ,, ইতালি
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ইতালির মানতোভায় স্থায়ীভাবে কনস্যুলেট‌‌ সেবা অফিস চান‌ প্রবাসীরা, ২’দিনে আট শতাধিক প্রবাসীর সেবা গ্রহণ। ইতালির মানতোভায় দুইদিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট,নো ভিসা সহ ওয়েজ অনার্স কল্যান বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।

মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।

আল মিয়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা দূতাবাস সেবায় সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্য দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজনে দূতাবাসের ভূয়োসি প্রশংসা করেন প্রবাসীরা।
Economist/2February/ZI/italy


আরো বিভন্ন ধরণের নিউজ