• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

বিনা খরচে গণপরিবহণে চড়বেন ফ্রান্সের রুয়ো শহরের অভিবাসীরা

ইয়াছির আরাফাত খোকন (ফ্রান্স) প্যারিস
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিনা খরচে গণপরিবহণে চড়বেন ফ্রান্সের রুয়ো শহরের অভিবাসীরা।ফরাসি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচিত শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল এ ঘোষণা দিয়েছেন স্থানীয় রুয়ো-নরমান্দি অঞ্চলে সক্রিয় অভিবাসন সংস্থাগুলো এবং ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক ফরাসি দপ্তর (অফি)-এর মাধ্যমে যৌথভাবে অভিবাসীদের যাতায়াত জন্য ১২ হাজার ৪৫০টি গণপরিবহণের টিকিট বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছেন৷ শহর কর্তৃপক্ষের মতে, অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে এমন সেবা মূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এমন ঘোষণার পর শহরের মেয়র নিকোলা মেয়ার রসিনিউল তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঘৃণ্য এবং অশ্লীল বার্তা পেয়েছেন৷ অতি ডান সমর্থকেরা এটি করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে

নিকোলা মেয়ার রসিনিউল স্থানীয় সংবাদ মাধ্যম আকচুকে ৩ ফেব্রুয়ারি বলেন, ‘‘এই চুক্তির লক্ষ্য হল আমাদের দেশে প্রথমবারের মতো আগত ব্যক্তিদের ইন্টিগ্রেশনকে সহজতর করা৷ অভিবাসন সংস্থা, আশ্রয়প্রার্থী এবং নতুন আগত প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটি বাস্তবায়ন করা হবে৷’’ফ্রান্সে আসার পর আশ্রয়প্রার্থীরা মাসিক ট্রান্সপোর্ট পাবার আগ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়৷ এই উদ্যোগের ফলে রুয়ো-নরমান্দি অঞ্চলে আসা আশ্রয়প্রার্থীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে৷
Economist/15February/ZI/Paris


আরো বিভন্ন ধরণের নিউজ