ঝালকাঠিতে ২২ বছর পর জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলণ, কল্যানকর রাষ্ট্র গঠন করতে হবে।জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।জামায়াত ইসলমাী নায়বে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় সংসদে আল কোরআনের আলো জ্বালাতে হবে এ জন্য আমাদের স্লোগানকে ঘর থেকে সংসদে নিয়ে যেতে হবে। দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও মানুষের মধ্যে এই দল সম্পর্কে আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে সচেতন করে সংসদে জামা য়াতে ইসলামীর সদস্যদের পাঠাতে হবে। সংসদে পাশ করে এই আইন রাষ্ট্রে বাস্তবায়ন করা হবে। মানুষের তৈরী আইনে ভুল আছে কিন্তু আল্লাহর আইনে কোন ভুল নেই। অতিত ও বর্ত মানেও অন্ধকার অবস্থায় রয়েছে দখলদার জুলুম ও চাঁদা বাজ দের বাংলাদেশ থেকে বিতাড়িত করে কল্যানকর রাষ্ট্র গঠন করতে হবে।
শনিবার বেলা ১২টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে দীর্ঘ ২২ বছর পর জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
জেলা জামায়ত আমীর এ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য এ.কে.এম ফকরুদ্দিন খান রাজি, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার, জাময়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নিমুল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও আলোচক ড. ফয়জুল হক।
দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মী সম্মেলন সফল করেন।
Economist/15February/ZI/Jalokati