• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

বাংলাদেশের স্বপ্নবাজ তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন

অনলাইন ডেক্স থেকে দ্য ইকোনমিস্ট রিপোর্ট
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি ছিলেন এক স্বপ্নবাজ অভিনেতা। অল্প বয়সেই হৃদ রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তরুণ অভিনেতা শাহবাজ সানি।গতকাল ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানি। এসময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায়।এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ তাকে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।এরপর তাকে ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। আজ ১৭ ফেব্রুয়ারি বাদ জোহর সেখানে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয়।এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সানির বন্ধু ও নাট্য পরিচালক মাসরিকুল আলম।

তিনি জানান, গতকাল রাতে যখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলো তখন আমাকে জানিয়েছিলেন যে, আমার বাসায় আসবেন। রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এরপর খবর পেলাম তাকে হাসপা তালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এসে দেখলাম তিনি আর নেই।

মাসরিকুল আলম বলেন, আমরা কয়েকজন মিলে উনার গ্রামের বাড়িতে এসেছি।বাদ জোহর জানাজা শেষে এখানকার গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে অভিনেতার বিদায়ে শোকে মুহ্যমান বিনোদন অঙ্গন। জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু থেকে শুরু করে অনেক অভিনয়শিল্পী-নির্মাতা সানীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন।এদিকে পারিবারিক সিদ্ধান্তে ঢাকায় কোন ধরনের আনুষ্ঠানিকতা করার কেহ সুযোগ পাইনি বলে অভিনয় অঙ্গনের অনেকে জানাজায় অংশ গ্রহণ করতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন।
Economist/18February/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ