জার্মানিতে নতুন করে ভিসার অপেক্ষায় দেশের ৮০ হাজার শিক্ষার্থী:জার্মানি রাষ্ট্রদূত।৭৯ হাজার ৮৮০ জন বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় রয়ে ছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।বুধবার (১২ মার্চ) নিজের এক্স হ্যান্ডে লে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানান জার্মা নির রাষ্ট্রদূত।২০২৪-২০২৫ (১২ মার্চ পর্যন্ত) সালে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদ নের তালিকা তুলে ধরে এক্স হ্যান্ডেলে আখিম ট্রোস্টার জানান, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন।
এ ছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত (১২ মার্চ) আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।
এখানে উল্লেখ্য যে,জার্মানি অতীতে স্কলারশিপ ও ফেলোশিপ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ভিসার
ব্যাপারে বেশ কঠোর ছিল। তবে বর্তমানে জার্মানি
সেই কঠোর অবস্থা থেকে কিছুটা সরে এসেছে।
জার্মানিতে গত এক বছরে কয়েক শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে
জার্মানি এসেছে।
Economist/14March/ZI/Germany