• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম মোস্তফা , রাজনৈতিক বিশ্লেষক
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) কাঁটাবন সংলগ্ন চায়না কিচেন রেস্টুরেন্টে সম্মিলিত পেশাজীবী সংহতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন বিপা ও কেন্দ্রীয় সংগঠক সাইফুল্লাহ সিদ্দিক রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অ্যাড. রেজাউল ইসলাম রিয়াজ।

পেশাজীবীদের সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েসনের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী সমিতির মুখ্য সংগঠক শেখ রফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটির সাবেক কমিশনার ইসমাইল হোসেন বেনু , গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিক, পেশাজীবী সংহতির সংগঠক কবি মারিয়া রিমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও শ্রমিকনেতা বাচ্চু ভূইয়া, দীপক রায়, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাহবুব রতন, মিরপুর কমিটির যুগ্ম আহ্বায়ক রতন তালুকদার, কেন্দ্রীয় সংগঠক সর্দার আমিরুল ইসলাম সাগর, শাহনেওয়াজ রহমান, কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক আবদুল আলিম, নাগরিক যুব ঐক্যের সভাপতি কবি সাম্য শাহ, পেশাজীবী সংহতির কেন্দ্রীয় সংগঠক লুভানা তাবাসসুম, মনিষা মাফরুহা ও কাঁকন বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেকসহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ।

Economist/19March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ