১৮২১ সালের ২৫শে মার্চ অটোমান শাসনের বিরুদ্ধে গ্রীক বিপ্লবের সূচনা হয়েছিল। সেই বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে গ্রিকরা বিজয় অর্জন করেছিল। তখন থেকে এটিকে গ্রিসের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে গ্রিক প্রজাতন্ত্র। এ উপলক্ষে রাজধানীর সংসদ ভবনের সামনে প্রধান সড়কের উপরে ছাত্র ছাত্রী এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন সাজোয়া বাহনের উপস্থিতিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকালে। সিন টাগমা স্কোয়ারে বার্ষিক কুচকাওয়াজে এথেন্সের স্কুলের শিক্ষার্থীরা অংশ নিবে।এ উপলক্ষে গ্রিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অচিহ্নিত সৈনিকের সমাধির পাশ দিয়ে যাওয়া কুচকা ওয়াজের নেতৃত্ব দিবে, পেলোপনেশিয়ান শহর কালা ভ্রিতার জেনারেল হাই স্কুলের শিক্ষার্থীরা, যেখানে ১৮২১ সালে বিপ্লবী পতাকা উত্তোলন করা হবে।
২৫শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যাথেন্সে বার্ষিক সামরিক কুচকাওয়াজ এবং দেশব্যাপী স্কুল কুচকাওয়াজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
কুচকাওয়াজের কারণে সোমবার এবং মঙ্গলবার মধ্য এথেন্সে যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
Economist/24March/ZI/Greece