• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান সন্ত্রাসবাদে উস্কানির’ অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক ইকোনোমিস্ট
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান এর সভাপতিত্বে দূতাবাসের দরবার হলে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন দূতাবাস ও স্থায়ী মিশনের প্রধান সচিব জিয়াউল ইসলাম চৌধুরী।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের সহকারী কনসুলার অফিসার যুবায়দুল হক চৌধুরী। মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব পারুল দেওয়ান। মহামান্য প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাস ও স্থায়ী মিশনের নিউক্লিয়ার এটাসে ও কাউন্সিলের তানভীর হাসান।

তারপর বাংলাদেশের মহান ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহামান্য রাস্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর তানভীর আহমেদ তরফদার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সভাপতির ভাষণে মান্যবর রাষ্ট্রদূত তৌফিক হাসান প্রথমেই বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আগত অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অতিথিদের বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যকে মহান স্বাধীনতার শুভেচ্ছা জানান। সেই সাথে তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সকল শহীদ মুক্তিযুদ্ধোদের স্মরণ করেন এবং রুহের মাগফেরা ত কামনা করেন।

তাছাড়াও যে সমস্ত মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে, তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও যে সমস্ত বিদেশী বন্ধু আমাদের মহান মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সাথে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের গণ আন্দো লনে যারা শহীদ হয়েছেন, তাদেরকেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, বিশ্বে আমরা অনেক সৌভাগ্যবান জাতি যে, মাত্র নয়মাসে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি এই প্রসঙ্গে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে। এখন আমাদের এই প্রজন্মের সন্তা নেরা গত বছরের

জুলাই:

আগস্ট মাসে আমাদেরকে আবার নতুনভাবে দেখিয়ে দিল কিভাবে এই বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়।তিনি আরও বলেন, বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট চেষ্টা করছে আমাদের বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে তিনি দুঃখ করে বলেন,একটি অপশক্তি সরকারের এই চেষ্টাকে নস্যাৎ করতে নানাভাবে চেষ্টা করছে। তিনি বর্তমানে দেশে রেমি ট্যান্স বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়া প্রবাসীসহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান মূল এজেন্ডা হল বিভিন্ন সংস্কারের মাধ্যমে দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই এর মধ্যে এই নির্বাচনের কথা বলেছেন।

অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান বকুল, অস্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশির এবং বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সহ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান শিবলী।

স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান, নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ, অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সভাপতি এবং এন টিভি ইউরোপ এর অষ্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি সালমান কবির সোহাগ, এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও অস্ট্রিয়ান ইসলামিক রিলিজিয়াস অথরিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাসিম। এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে অতিথিদের ইফতারে আপ্যায়ন করা হয়। ইফতারের পর পরই দূতাবাসে মাগরিব নামাজে ইমামতি করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব বি এম রুহুল আমিন। নামাজের পর অতিথিদের রাতের খাবারেও আপ্যায়ন করা হয়।

Economist/28March/ZI/Vienna


আরো বিভন্ন ধরণের নিউজ