ঝালকাঠি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ।ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণ করেছেন। ঝালকাঠি জেলায় ঢাকায় ও অন্যান্য জেলায় অবস্থানকালীন ৮২জন আহদের মধ্যে এই অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ৩৫জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়েছে এবং অন্যদেরকেও ধারাবাহিকভাবে এই কার্ড প্রদান করা হবে। এই কার্ড ব্যবহার করে আহতরা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরণের চিকিৎসার সুবিধা পাবে ও সহায়তা পাবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন বিশেষ অতিথি ছিলেন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় আহত ছাত্র যোদ্ধাদের মধ্যে ওমর ফারুক বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে এই আন্দোলনের সাথে জড়িত শিক্ষক মোঃ এনামুল হক, সাংবাদিক আজমীর তালুকদার ও আল আমিন তালুকদার বক্তব্য রাখেন।
ছবিঃ ঝালকাঠি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত যোদ্ধাদের স্বাস্থ্যকার্ড বিতরণে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান পাশেই কার্ড বিতরণ করছেন জেলা প্রশাসক।
Economist/11April/Jalokati/ZI