গ্যাস সংযোগ, সেতু নির্মাণসহ ৫ দফা দাবি নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি।ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন ও ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা অবৈধ চুক্তি বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অদ্য ২০ এপ্রিল (রোববার) সকাল ১০ ঘটিকার সময় ভোলা সদরের বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার সাত উপজেলা হতে শতশত ছাত্র-জনতা অধিকার আদায়ের দাবিতে মিছিল নিয়ে সমবেত হয়ে সমাবেশ করেন।সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এ সময় পাঁচ দফা দাবী আদায়ের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হারুনর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, ব-দ্বীপ ফোরামের সমন্বয়কারী মীর মোশারফ হোসেন ওমি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মোঃ জসিম উদ্দিন।
ছাত্রদল নেতা সানাউল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তারা সকলেই একবাক্যে হুশিয়ারী দিয়ে বলেন, ভোলার গণমানুষের এ- ৫ দফা দাবীর বিপক্ষে গিয়ে যারা কাজ করবে কিংবা বিরোধীতা করবে তাদেরকে ভোলার গণমানুষের শক্র হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের মুখোশ উন্মোচন করা হবে ও তাদের সমুচিত জবাব দেয়া হবে।
সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
Economist/23April/ZI/bhola