• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

তুরস্কে একদিনে সাতবার ভুমিকম্প ,আতঙ্কিত জনগণ

তুরস্ক থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

তুরস্ক:রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্কের ইস্তাম্বুল। আজ বুধবার এই ভূমিকম্প ছাড়াও তুরস্ক আরও ছয়বার কেঁপেছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, আজ মোট সাতটি ভূমিকম্প হয়েছে। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তুরস্কের স্থানীয় সময় দুপুরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে সিলিভ্রি, যার গভীরতা ছিল ৬ দশমিক ৯২ কিলোমিটার (৪.৩ মাইল)।

দুই বছর আগেও এখানে ভূমিকম্প হয়। ওই সময় এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। তাতে হাসপাতাল ও অনেক বিদ্যালয় ভবনের ক্ষতি হয়।

এবার রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প ছাড়াও ৬.২, ৩.৯, ৫.৯. ৪.৪. ৪.৮, ৪.৫ ও ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, মারমারা সাগরের সিলিভ্রির উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর, একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।

অনেকের কাছে আজকের ভূমিকম্প অতীতের মর্মান্তিক ঘটনাগুলোর স্মৃতি জাগিয়ে তুলেছে। সম্প্রতি দক্ষিণ তুরস্কে জোড়া ভূমিকম্পে প্রায় ৫৫ হাজার মানুষ মারা গিয়েছিল এবং ১৯৯৯ সালের ইজমিট ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

Economist/24April/ZI/Turkey


আরো বিভন্ন ধরণের নিউজ