তুরস্ক:রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্কের ইস্তাম্বুল। আজ বুধবার এই ভূমিকম্প ছাড়াও তুরস্ক আরও ছয়বার কেঁপেছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, আজ মোট সাতটি ভূমিকম্প হয়েছে। তবে এতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তুরস্কের স্থানীয় সময় দুপুরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে সিলিভ্রি, যার গভীরতা ছিল ৬ দশমিক ৯২ কিলোমিটার (৪.৩ মাইল)।
দুই বছর আগেও এখানে ভূমিকম্প হয়। ওই সময় এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। তাতে হাসপাতাল ও অনেক বিদ্যালয় ভবনের ক্ষতি হয়।
এবার রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প ছাড়াও ৬.২, ৩.৯, ৫.৯. ৪.৪. ৪.৮, ৪.৫ ও ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা এএফএডি বলছে, মারমারা সাগরের সিলিভ্রির উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্পের পর, একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।
অনেকের কাছে আজকের ভূমিকম্প অতীতের মর্মান্তিক ঘটনাগুলোর স্মৃতি জাগিয়ে তুলেছে। সম্প্রতি দক্ষিণ তুরস্কে জোড়া ভূমিকম্পে প্রায় ৫৫ হাজার মানুষ মারা গিয়েছিল এবং ১৯৯৯ সালের ইজমিট ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।
Economist/24April/ZI/Turkey