• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

এথেন্সের ট্রেন লাইনে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টায় পা কর্তন

কামরুজ্জামান ভূইয়া ডালিম , সিনিয়র সাংবাদিক এথেন্স
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

এথেন্সের ট্রেন লাইনে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টায় পা কর্তন।এথেন্সের ইভাঞ্জেলিসমোস ট্রেন লাইনে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টায় হাসপাতালে নেওয়ার পর পা কর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এলিনিকো পুলিশ।ইভাঞ্জেলি সমোস স্টেশনে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার কারণে, ইভাঞ্জেলিসমোস এবং মেগারো মৌসিকিস মেট্রো স্টেশনগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো লাইন ৩-এর ট্র্যাফিক মিউনিসিপ্যাল থিয়েটার-সিন্টাগমা এবং অ্যাম্পেলোকিপোই-ডুকিসিস প্লাকেনটিয়াস বিভাগে পরিচালিত হয়।

রবিবার দুপুর ১২:০০ টার কিছু আগে “ইভাঞ্জেলিসমোস” স্টেশনে একজন ব্যক্তি মেট্রো ট্র্যাকের উপর পড়ে যাওয়ার কারণে একটি গুরুতর ঘটনা ঘটে। আত্মহত্যা করার জন্য স্টেশন লাইনে পড়ে যান ৬০ বছর বয়সী ঐ পুরুষ।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় এবং লোকটিকে উদ্ধার করে, সেই সাথে EKAB অ্যাম্বুলেন্সও পাঠায়, যা লোকটিকে গুরুতর অবস্থায় পিপলস হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তির পরপরই সেই লোকটির পা কেটে ফেলে তাকে বাঁচানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Economist/27April/ZI/Athens


আরো বিভন্ন ধরণের নিউজ