ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নম্বর ডিষ্ট্রিক থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) প্রার্থী হয়ে পুনরায় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশো দ্ভূত মাহমুদুর রহমান নয়ন।রবিবার (২৭ এপ্রিল) একই সাথে অস্ট্রি য়ার রাজধানী ভিয়েনা সিটি কর্পো রেশন এবং রাজ্য কাউন্সি লের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Lea sing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বা চিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।
উল্লেখ্য যে, সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করেছে। তবে ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান অন্যতম।
প্রসঙ্গত, ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহন করে ২৩ নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।
অষ্ট্রিয়ার সাড়া জাগানো বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনী তিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন এর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন গর্বিত বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তার যথেষ্ট সুনাম রয়েছে।জানা যায়, অস্ট্রিয়ার যে কোনও নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেহ থাকলে তার নাম লিখে দিতে হয়। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামন্বিত।
মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্তায় ২০১২/২০১৩ ইং সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ৩০ বৎসর বয়সে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুন অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে।
মাহমুদুর রহমান নয়ন এই প্রতিনিধিকে জানান, ভিয়েনায় বসবাস রত ২৩ নং ডিসট্রিক্টের বাংলাদেশি অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন সংক্রান্ত বিস্তারিত:
ভিয়েনা রাজ্য ও সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ দলের (ÖVP -10.73) ভয়াবহ বিপর্যয়ের পরেও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণরাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন নির্বাচিত হয়েছেন। নয়ন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের জেলা পরিষদে তার দলের নির্বাচিত ৭ জনের মধ্যে একজন। তবে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ SPÖ।তবে যেহেতু অস্ট্রিয়ার ফেডারেল সরকারে তারদল অস্ট্রিয়ান পিপ লস পার্টি (ÖVP) কোয়ালিশন সরকারের নেতৃত্বে আছে – এর ফলে নব নির্বাচিত রাজ্য সরকারের প্রতিনিধি ও ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের (Wien Leasing) বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে নয়নের একটি বিশেষ প্রভাব থাকবে।
এবার ভিয়েনার নির্বাচনের ফলাফল:
SPÖ 39.4% (+2.3%)
FPÖ 20.4%(+13.29%)
ÖVP 9.7%(-10.73%)
Grüne 14.5%(-0.3%)
NEOS 10.0% (+2.53%)
নব নির্বাচিত রাজ্য সরকারের প্রতিনিধি আমাদের কমিউনিটির সন্তান মাহমুদুর রহমান নয়ন তার ডিস্ট্রিক্টের সকল বাংলাদেশী বংশোদ্ভূত ভোটার সহ তার দলের নেতৃবৃন্দ এবং ভোটারদের তাকে
ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছেন।
Economist/28April/ZI/Austria