গ্রিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে রোববার বর্ণিল সাজে সাজানো হয় গ্রীসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল দেশীয় নানা পিঠা সহ হরেক রকম খাবারের সমারোহ ,জামদানি শাড়িসহ দেশীয় বিভিন্ন স্টলে সাজিয়ে বসেন বাংলাদেশী প্রবাসী বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেলা গড়ার সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ।
বাংলাদেশী গান, ফ্যাশন শো ,নৃত্য বিদেশি অতিথিদের মুখে বাংলায় গান দারুণ উপভোগ করে প্রবাসীরা। স্টলে থাকা চটপটি, ফুচকা, নানা দেশ দেশীয় মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান প্রবাসীরা। একটু দেরি হলেও দেশীয় আমেজে নতুন বছরকে বরণ করে নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা ।
অনুষ্ঠানকে সফল করতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের ধন্যবাদ জানান গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
সারাদিন চলা বর্ষবরণ উৎসবে গ্রিসে বসবাসকারী প্রবাসীরা কাজ শেষ করে অনেকে যান বিকেলে , পরিবার পরিজন নিয়ে কেনাকাটা ও খাবারে ব্যস্ত থাকেন প্রবাসীরা, অনেকেই বলেন এটা দূতাবাস প্রাঙ্গণ নয়, যেন বাংলার বটতলায় এক বর্ষবরণ মেলা ।সন্ধ্যা পর্যন্ত উৎসবটি চলে। খোলা ময়দানে বড় আকারে বর্ষবরণ উৎসব করার জন্য প্রবাসীরা দাবি করেন।
Economist/1May/ZI/GR