যথাযোগ্য মর্যাদায় গ্রিসে মহান মে দিবস পালিত ।উল্লেখ্য গ্ৰিসে মে দিবসে বাংলাদেশীদের ব্যপক অংশগ্রহণ।গ্ৰিসে মে দিবসে উপলক্ষে ভোর থেকেই ট্রেড ইউনিয়ন সমিতি, বিভিন্ন ফেডারে শন রাজনৈতিক দল ও প্রবাসী বাংলাদেশীরা সমাবেশে এথেন্সের কেন্দ্রস্থলে সমাবেত হয়। শ্রমই উচ্চতার ভিত্তি, এই পেশা এত দৃঢ় কিন্তু অন্ধকারে কেন? শ্রমিককে অবমূল্যায়ন করো না, সে দেশের গর্ব, গর্বের শ্রমিক দিবস বিভিন্ন স্লোগান দেয় উক্ত সমাবেশে। আজকের সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মর্যাদা, বিশেষ পারিশ্রমিক, জীবনের মান” , GSEE, ADEDY এবং অ্যাথেন্স শ্রমিক ও কর্মচারী কেন্দ্র, উন্নত কর্মপরিবেশের জন্য নিরবধি সংগ্রামের বিশেষ দিনটিকে সম্মান জানায়।
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে।
আজকের গ্ৰিসে মে দিবসে সমাবেশে মিছিল এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রাথমিক ইউনিয়ন সমষ্টিগত এবং শত শত লোকসমাগম সেইসাথে অনেক তরুণ বিক্ষোভ প্রদর্শন করে, তাদের প্রধান দাবি ছিল উন্নত কর্মপরিবেশ, উচ্চ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা।
এথেন্সে , GSEE, এথেন্স লেবার সেন্টার (EKA), ADEDY এক্সিকিউটিভ কমিটি এবং PAME কেরফা সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।থেসালোনিকি শ্রমিক ও কর্মচারী কেন্দ্রে সকাল ১০:৩০ টায় বিক্ষোভ শুরু হয়, যেখানে ৪২ টি সংগঠন এবং গ্ৰিক নাগরিক অংশগ্রহণ ছিল।
পাত্রায় জর্জিউ স্কোয়ারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে পাত্রা শ্রমিকরা অংশগ্রহণ করেন ।অন্যান্য সম্মিলিত সংস্থাগুলি শুভেচ্ছা জানিয়েছিল ।
Economist/1May/ZI/GR