সুইডেন এ নতুন কিছু আইন ২০২৬ এবং ২০২৭ এ চালু হওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে উল্ল্যেখ যোগ্য দুইটা:যারা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশ থেকে সুইডেনে গিয়ে স্থায়ী হওয়ার মিশনে রয়েছেন আপনাদের জন্য নিম্ন লিখিত শর্ত সমূহ গুরুত্বপূর্ণ।
১. ইউরোপিয়ান ইউনিয়ন এর অন্য দেশের পার্মানেন্ট ধারী কেউ সুইডেন আসলে প্রথমে ৫ বছর এবং শেষ হলে আরও ৫ বছর সাধারণ রেসিডেন্স পারমিট দিবে। টোটাল ১০ বছর থাকর পর তার সরাসরি সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবেন। তাদের পার্মানেন্ট আর দেয় হবেনা। পার্মানেন্ট নিতে চাইলে তাঁকে ওয়ার্কপার্টমিট এ যেতে হবে। ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।
২. সুইডেন এ সোশ্যাল বেনিফট পেতে হলে, উদাহরণ স্বরূপ, বাচ্চাদের জন্য মাসিক বেনিফিট, বাসা বাড়ির খরচের বেনিফিট, মাতৃত্ব/পৃত্তিত্ব কালিন বেনিফিট ইত্যাদি ইত্যাদি বেনিফিট পেতে হলে সর্বনিম্ন ৫ বছর একটানা সুইডেন এ থাকতে হবে এবং কাজ করে ট্যাক্স পে করতে হবে। উদাহরণ স্বরূপ, কেউ সুইডেন এ ৫ বছর থাকলেও যদি স্পাউস ৩ বছর পরে আছেন তাহলে তাঁকে(স্পাউস) আরও দুই বসর অপেক্ষা করতে হবে বাচ্চা সহ সোশ্যাল বেনিফিট পেতে হলে। সুইডেন এ পড়তে আসা ছাত্র রাও এই কেটাগরি তে পড়বেন। সূত্র: The local & Swedish democrate party.
Economist/1May/ZI/Sweden