পাকিস্তান ও ভারতের যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা গচি। সোমবার (৫ মে) পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এতথ্য জানায়। ইরানের সাথে রয়েছে পাকিস্তানের দীর্ঘ সীমান্ততাছাড়াও মুসলিম পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে রয়েছে সুস ম্পর্ক ওঅনেক সামরিক এবং বেসামরিক চুক্তি। আব্বাস আরগ চির এই সময়ে সফর পাকিস্তানের ভারতের বিরুদ্ধে আরও শক্তি জোগাবে বলে কূটনীতিকদের ধারণা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া) সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক কারের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের সফর ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও ফুটে উঠেছে।
Economist/6May/ZI/Politics