ব্রিটেন সহ সমগ্র বিশ্ববাসী করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
জালালাবদ এসোসিয়েশন ইউ কে এর উদ্যোগে করোনায় অসুস্হ সংগঠনের কোষাধক্ এনামুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনা ইংল্যান্ড ও বিশ্বের বিভিন্ন দেশে করোনায় অসুস্হদের সুস্হতা কামনা এবং যাহারা মৃত্যু বরন করেছেন সকলের জন্য দোয়া করা হয়। সংগঠনের সভপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল হক জিল্লুর পরিচালনায় দোয়ায় অংশগ্রহন করেন জালালাবদ এসোসিয়েশন ঢাকা এর সভাপতি ড: এ কে আব্দুল মুবিন কানাডা থেকে সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী , জালালাবদ এসোসিয়েশন ইউ কে এর প্রদান উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী , জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি ময়নুল চৌধুরী হেলাল ,জালালাবদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম ,সৌদি আরব জালালাবদ এসোসিয়েশন এর সভাপতি কাপ্তান হেসেন ,বাহরাইন জালালাবদ এসোসিয়েশন এর সভাপতি কয়েছ আহমদ, কাতার জালালাবদ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ফ্যান্স জালালাবদ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আলী হোসেন,মালয়েশিয়া জালালাবাদ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির। জালালাবদ এসোসিয়েশন ইংল্যান্ড এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকে যোগদান করেন।
অনুষ্ঠানে করোনা আক্রান্ত ব্যক্তিদের এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও বিশ্বের সকল করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন লন্ডন জামে মসজিদের প্রধান ইমাম হযরত মাওলানা নজরুল ইসলাম।
বিডিনিউজ ইউরোপ /১১ জানুয়ারি / জই