লালমনিরহাটের মেয়ে কাব্য’র ‘কাব্যজয়’র মোড়ক উন্মোচন
লালমনিরহাটের মেয়ে নৃত্য শিল্পী জ্যাকলিন কাব্য’র লেখা ‘কাব্যজয়’ গ্রন্তের আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ পুরাতন অডিটোরিয়াম হল রুমে মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‘কাব্যজয়’ গ্রন্তের মোড়ক উন্মাচন করেন বরণ্য কবি সরোজ দেব।
ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানীর সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রহমান।
বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানা, অধ্যক্ষ এনতাজুল ইসলাম, সাংবাদিক একেএম মইনুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাইজুল ইসলাম, কাব্য’র বাবা জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক।
জ্যাকলিন কাব্য পজিটিভ জেনারেশন অব সোসাইটি (পিজিএস) নামে একটি সংগঠনের লালমনিরহাট জেলা কমিটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজইউরোপ টুয়েন্টিফোরডটকম/৪মার্চ/জ ইসলাম