• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জীবন রক্ষার্থে কতিপয় ব্যক্তিবর্গ কে মানবিক আশ্রয় দেওয়া হয়েছিল: আইএসপিআর সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে

গ্রীসের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দূতাবাসের কাউন্সিলর সূজন দেবনাথ কে বিদায় জানান

কামরুজ্জামান ভূইয়া বার্তা প্রধান বিডিএনইইউ
আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

গ্রীসের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দূতাবাসের কাউন্সিলর সূজন দেবনাথ কে বিদায় জানান
৪ মার্চ বিকেলে গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।


গ্রীসে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ, কাউন্সিলর মুহাম্মদ খালেদ, নবাগত শ্রম শাখার প্রধান শ্রী বিশ্বজিৎ পাল,বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি তাজুল ইসলাম, বর্তমান সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ হাসান, সহ সভাপতি যথাক্রমে আব্দুল করিম,শামশুল আলম দীপ্তি, ইলিয়াস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, গ্রীক বাংলা প্রেস ক্লাব সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূইয়া সহ দূতাবাসের আরো অনেকে।


এ সময় বক্তব্য রেখেছেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তিনি বলেন প্রবাসীদের পাশে সকল সময় যেভাবে থাকা দরকার সবই দূতাবাসের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন একজন কাউন্সিলর হিসেবে যেভাবে শুরু থেকে প্রবাসীদের পাশে ছিলেন সেটি সত্যি ই প্রশংসার দাবী রাখে।গ্রীসে বসবাসরত বাংলাদেশিরা কখনো আপনাকে ভুলবে না আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া প্রবাহমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আহসান উল্লাহ হাসান তাজুল ইসলাম,ইলিয়াস হাওলাদার,শামশুল আলম দীপ্তি, আব্দুল করিম, জাকির হোসেন ও জহিরুল ইসলাম।
দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ বক্তব্যে বলেন যে কাজগুলো করেছি সবই ছিল দূতাবাসের ধারাবাহিক কার্যক্রম।
তিনি আরো বলেন গ্রীসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাস্তবিক অর্থে ভাল মানুষ এবং সকলের জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বিূায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৫ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ