বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ,চেতনা ও মূল্যবোধকে দুবাইয়ের নতুন বাংলাদেশী প্রজম্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান বক্তারা।গতকাল বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত উদ্যোগে দুবাইয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্টানে বক্তারা একথা বলেন।ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাউছার নাজের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আন্তর্জাতিক সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আ’ লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ড. জাফর ইকবাল। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী আবু নাছের। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-সভাপতি আবুল ফজল বিকম, উপদেষ্টা ইয়াছমিন ইসলাম মেরুনা, মহিলা সম্পাদিকা নিশাদ জাহান নিশু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন সুমন, উপদেষ্টা ইব্রাহিম ওসমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমার সভাপতি জসিম মল্লিক, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি নাছির চৌধুরী, রাস আল খাইমা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক, বঙ্গবন্ধুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক টিপু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
বিডিনিউজইউরোপ/১৯মার্চ/জ ইসলাম