স্বাধীনতার উৎসবে উৎসর মুখর ছিল বইমেলার প্রাঙ্গণ :শেখ মোঃ সুরুজ আলী
শুক্রবার ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিভিন্ন রঙে আলোকসজ্জায় ছিল রাজধানী ঢাকা।উৎসবমুখরের ছোঁয়া লেগেছিল প্রাণের বইমেলায়।আনন্দের সেই ঢেউ -ই আছড় পড়েছিল অমর একুশে বইমেলায়।লেখক -পাঠকের লোকারণ্য ছিল বইমেলায়।মেলার প্রবেশদ্বার উন্মোচন করা হয় সকাল ১১ টায়।সকালে তেমন লোকের সমাগম না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বই প্রেমিদের ভিড় আস্তে আস্তে বাড়তে থাকে।
বিকেলে থেকে সন্ধ্যা অব্দি অন্য এক রুপ নেয় গোটা প্রাঙ্গণ। সকল স্বাস্থ্যবিধি মেনেই মেলায় বইপ্রেমিরা বই কিনেন। হাতে হাতে বই স্বাধীনতা দিবসে বই মেলাকে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলে।নতুন এবং অগ্রজ লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করার পাশাপাশি ছিল লেখক ও পাঠকের আড্ডা। প্রায় সকলে স্টলেই ছিল বইপ্রেমিদের আনাগোনা। নব্য সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে একেএম আনোয়ার উদ্দিন টুটুল বলেন,আগেই জানাছিল স্বাধীনতা দিবস উপলক্ষে বইপ্রেমিদের ভিড়ে মেলা জমে উঠবে।যতটা ভেবেছি তার চেয়েও অনেক বেশি মানুষ মেলায় এসেছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মার্চ/জই