রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সাইবার হামলা ও অন্যান্য বৈরী কর্মকাণ্ডের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জানিয়েছে, ক্ষতিকর তৎপরতা থেকে রাশিয়াকে বিরত রাখতে দেশটির কয়েক ডজন স্থাপনা ও ব্যক্তিকে এবার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।-খবর বিবিসির
বিবৃতিতে বলা হয়, গত বছরের ব্যাপক স্টারউইন্ড হ্যাকের পেছনে রাশিয়ার হাত রয়েছে। এছাড়া ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া জানিয়েছে, সমপরিমাণে জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা এক নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞার ঘোষণা এসেছে।
বিশ্বের দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে ব্যাপক উত্তেজনা চলছে। এর আগে গত মাসে সাত রুশ কর্মকর্তা ও এক ডজনেরও বেশি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
তখন ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সে নাভালনিকে বিষপ্রয়োগ অভিযোগ আনা হয়েছিল।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে টেলিফোনে মার্কিন জাতীয় স্বার্থ কঠোরভাবে সুরক্ষা অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন।
এ সময়ে তৃতীয় কোনো দেশে দুই নেতার বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলেন তিনি।
হোয়াইট হাউসের বিবৃতি বলছে, নতুন নিষেধাজ্ঞা বলে দিচ্ছে—রাশিয়া যদি তার অস্থিতিশীল আন্তর্জাতিক পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে দেশটির ওপর কৌশলগত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন ধরনের খেসারত চাপিয়ে দেওয়া হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬এপ্রিল/জই