হবিগঞ্জে কোটি টাকা মুল্যের কষ্টিপাথরসহ আটক -২
হবিগঞ্জের বাহুবলে কোটি টাকার কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র্যাজব। জানা যায়, বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লা বসতঘর থেকে অভিযান চালিয়ে কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন আটক করেছে র্যাবপিড একশন ব্যাটালিয়ন( র্যাব) ।
শনিবার (১৭ এপ্রিল) সকালে আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বাহুবল থানায় সোপর্দ করা হয় । এর আগে শুক্রবার ( ১৬ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিসহ তাদেরকে আটক করা হয় ।
আটকৃতরা হল, উপজেলার উত্তরসুর গ্রামের মোঃ সানু মিয়া ওরফে সানু ময়লা ( ৫৫ ) ও মোঃ হারুন মিয়া ( ৪৩ ) ।
RAB-৯ , সিপিসি -১ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান কষ্টিপাথরসহ দুইজনকে আটক করা হয়েছে মূর্তিটির ওজন ১১ কেজি , যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭এপ্রিল/জই