• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করছে কিছু গুষ্ঠি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, জরুরী অবতরণ ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আলম সিয়াম ভারতের বিরুদ্ধে জাতিসংঘের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক-ভারত যুদ্ধবিরতির সময়সীমা আবারও এক ধাপ বাড়লো আমেরিকার ইতিহাসের বৃহত্তম বিক্রয় চুক্তির স্বাক্ষর হয়েছে সৌদির সাথে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতে সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি পেল পাকিস্তান

নষ্ট ৪৪ লাখ ডোজ, অপচয় বিতর্কে নাম জড়িয়েছে মহারাষ্ট্রও

স্বপন ভূঁইয়া বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নষ্ট ৪৪ লাখ ডোজ, অপচয় বিতর্কে নাম জড়িয়েছে মহারাষ্ট্রও!
ভারতে করোনার টিকার যতটা ব্যবহার হচ্ছে, অ’পব্যবহারের হারও কম নয়। ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া হিসাব বলছে, ভা’রতে এখনও পর্যন্ত ব্যবহৃত ১০ কোটি ডোজের মধ্যে ৪৪ লাখ ডোজ নষ্ট হয়েছে। অ’পচয়ের দিক থেকে শীর্ষে রয়েছে তামিলনাড়ু।

দেশটির সংবাদমাধ্যমি জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে টিকাকরণ প্রকল্পে ব্যবহৃত মোট টিকার অন্তত ২৩ শতাংশই নষ্ট হয়েছে। অ’পচয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু। মোট টিকার ১২ শতাংশ সে নষ্ট করেছে অঞ্চলটি।

এরপর আছে যথাক্রমে হারিনা ৯ দশমিক ৭৪ শতাংশ, পাঞ্জাব ৮ দশমিক ১২ শতাংশ, মনিপুর ৭ দশমিক ৮ শতাংশ এবং তেলেঙ্গানা ৭ দশমিক ৫৫ শতাংশ। অ’পচয় বিতর্কে নাম জড়িয়েছে মহারাষ্ট্রও।

আর, যেসব রাজ্যে অ’পচয় অনেক কম তাদের মধ্যে শীর্ষে পশ্চিম বাংলা। তারপর আছে কেরালা, হিমাচল প্রদেশ, মিজো’রাম, গোয়ার মতো অঞ্চলগুলো।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভা’রত জুড়ে টিকাসঙ্কট চলছে। বেশ কিছু রাজ্যেই টিকার স্ট’ক সম্পূর্ণ শূন্য। আ’ট’কে আছে টিকাকরণের কাজ। এই পরিস্থিতিতে টিকা নষ্টের খবর অ’ত্যন্ত হতাশাজনক।

আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হবে দেশটিতে। ফলে টিকার বিপুল জোগান কোথা থেকে আসবে, সেই কথা ভেবে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ