• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব,সহ সভাপতি কামাল, সম্পাদক মমতাজ ধনবাড়ীতে ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় দেখতে হাজির হাজারো মানুষ ধনবাড়ীতে নানা আয়োজনেরমধ্য দিয়ে কৃষক দলের সাধারণ সভা অনুষ্ঠিত ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১ যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টের চোখে এবছর বিশ্বে ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ হাসিনা ও জয় ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামায় বিঘ্ন দীর্ঘ এক দশক পরে জনপ্রিয় “আমার দেশ” প্রকাশিত জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২ আহত অর্ধশতাধিক ধনবাড়ীতে মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের হাতছানি

অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে এক হাসপাতালে ২২ জন করোনা রোগীর মৃত্যু

ফারজানা শাহাজাদা ভিয়েনা থেকে আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে এক হাসপাতালে ২২ জন করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক থেকে ভারতীয় বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে যে,অক্সিজেন না পেয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ জন রোগী মারা গেছেন।
মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে ঘটেছে এই ঘটনা। হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কারে লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়।
অক্সিজেন ট্যান্কারে দুর্ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল উক্ত হাসপাতালে। তার মধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তাঁরা প্রত্যেকেই এই ঘটনায় মারা গিয়েছেন।
এই ব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বলেন, নাসিকের উক্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
নাসিকের পুরনিগমের পুলিশ কমিশনার কৈলাস যাদবও জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে। যদিও বাকি রোগীদেরও মৃত্যুর কারণ অক্সিজেনের অভাব কি না, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ভারতের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন যে,রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর নাসিকের জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক দুর্ঘটনার কারনে ২২ জন করোনায় আক্রান্ত রোগীর নিহতের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর একটি উঁচু পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ